Header Ads

Header ADS

৯ টাকায় ১ জিবি ইন্টারনেট দিচ্ছে গ্রামীণফোন! সাথে ১ জিবি ফ্রি ফেসবুক


গ্রামীণফোন এবার ১ জিবি ইন্টারনেট মাত্র ৯ টাকায় দিচ্ছে। সাথে রয়েছে আরও ১ জিবি ফ্রি ফেসবুক ব্যবহার করার সুযোগ। ১৫ জুন প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি অফার ঘোষণা করা হয়। ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট প্রাপ্তির অফারে বলা হয়েছে, গ্রামীনফোনের বন্ধ ইন্টারনেট চালু করলেই এই আকর্ষণীয় সেবা গ্রহণ করা যাবে। ফেসবুকে বলা হয়েছে, আপনার গ্রামীনফোন নেটওয়ার্ক এ ইন্টারনেট কি অফ করা? আপনার ইন্টারনেট যদি বন্ধ থাকে তাহলে this is the best time to turn it on কারণ গ্রামীনফোন এর বন্ধ ইন্টারনেট চালু করলেই আছে আকর্ষণীয় Dual Offer!


মাত্র ৯ টাকায় পাচ্ছেন ১GB ইন্টারনেট। সাথে ১GB ফেসবুক একদম ফ্রি। এখুনি ডায়াল করুন *500*91# এই নম্বরে।

No comments

Powered by Blogger.